ওসমানীনগর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ বিষয়ে সিলেটের ওসমানীনগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ঘরে ঘরে বিদ্যুৎ বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যম কর্মী ও এনজিওকর্মী মিলিয়ে ১০০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ উপজেলা পর্যায়ে বাস্তবায়নে কি কি সমস্যা ও করণীয় রয়েছে সেগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply