নিজস্ব প্রতিবেদক : ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জগলু চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোহেল মিয়া (৩৫) নামের একজন মারা গেছে।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেল মিয়া জগলু চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।
রবিবার সকালে উপজেলার কালনীরচর এলাকায় এই সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম নামের এক কিশোর প্রাণ হারায়। আহতদের কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply