শিপন আহমদ, ওসমানীনগর : নিজের ঘরের মেঝেতে গৃহকর্ত্রীর বিবস্ত্র গলাকাটা মরদেহ। পাশেই ঝুলন্ত প্রাণহীন যুবক গৃহকর্মী। মর্মান্তিক এ দৃশ্যটি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামে ডা বিজয় ভুষণ দের বাড়ির; কিন্তু কি কারণে একসঙ্গে দুটি জীবনের এমন পরিণতি তা এখনো স্পষ্ট নয়। অবশ্য এ ব্যাপারে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।
শনিবার দিনগত রাত ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এলাকাজুড়ে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনমনে জেগে উঠেছে নানা প্রশ্ন; কিন্তু পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন জবাব মিলছেনা।
উপজেলার সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতী রানী দে লাভলীর স্বামী ডা বিজয় ভুষণ দে ও ছেলে ডা তন্ময় দে বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন তিনি ও গৃহকর্মী পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার লহরী গ্রামের গৌরচাঁদ বৈদ্য। রাত ৮টার দিকে ছেলে বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে আটকানো। ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে কল দেন মা ও গৃহকর্মীর মোবাইল ফোনে; কিন্তু দুটিই বন্ধ পান।
শেষপর্যন্ত যোগাযোগ করা হয় ওসমানীনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘরের মেঝে থেকে তপতী রানী দের গলাকাটা বিবস্ত্র মরদেহ এবং গামছা দিয়ে ফাঁস লাগানো গৌরচাঁদ বৈদ্যের মরদেহ উদ্ধার করে। পাশেই মিলে একটি ছোরা ও একটি বটি। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডে এ দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সরজমিনে দেখা গেছে, একতলা বাড়ির আলাদা একটি ঘরে থাকতো গৌরচাঁদ বৈদ্য। তপতী রানী দে যে ঘরে থাকতেন সেখানেই সংঘটিত হয় হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহকর্ত্রী কর্মস্থল থেকে বাড়ি ফিরেন দুপুরে। অন্যদিকে গৃহকর্মীকে বিকেলে বাজার থেকে সদাই করে বাড়ি ফিরতে দেখা গেছে।
এলাকার লোকজন জানায়, তপতী রানী দের স্বামী, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই পেশায় চিকিৎসক। মেয়ের বাসায় কাজ করে নিহত গৌরচাঁদ বৈদ্যের ছোটভাই গোবিন্দ বৈদ্য।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৃহকর্ত্রীকে হত্যার পর গৃহকর্মী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানিয়েছেন, ময়নাতদন্তের পর রবিবার বিকেলে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply