নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
সংঘর্ষে নিহত কিশোর সাইফুল ইসলাম পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের শরফ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর পক্ষের লোকজন পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের কয়েক যুবককে তাদের পক্ষে কাজ করার জন্যে বললে তারা অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এর জের ধরে পরদিন সকাল ১০টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন।
আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply