নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে গরুর জন্যে ঘাস কাটা নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোরাব খাঁ (৬০) সন্ন্যাসীপাড়া গ্রামের মৃত আজর উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, ছোরাব খাঁ সকালে পার্শ্ববর্তী রুনিয়ার হাওরে গরুর জন্যে ঘাস কাটতে যান। এতে বাধা দিলে প্রতিবেশী ফারুক আলী ও সেবুল আহমদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তার ছেলে জগলু খাঁ ও শিবলু খাঁ আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় ছোরাব খাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করে।
আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply