নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানা পুলিশ কিশোর মোস্তাফিজুর রহমান মছু হত্যায় জড়িত অভিযোগে মোহাম্মদ জীবন নামের এক কিশোরকে আটক করেছে।
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুনের নেতৃৃত্বে তাকে আটক করা হয়। তার বাবার নাম আব্দুর রহিম, বাড়ি উপজেলার নিজ মান্দারুকা গ্রামে। সে নিজের বন্ধু মোস্তাফিজুর রহমান মছুকে হত্যার কথা স্বীকার করেছে।
শনিবার দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, অজ্ঞাত পরিচয় এক মেয়ের সাথে মোবাইল ফোনে কলা বলা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুস সালামের ছেলে শরীফ ও খুজগীপুর গ্রামের এলাইচ মিয়ার ছেলে লিমনকে নিয়ে জীবন তাদেরই বন্ধু নিজ মান্দারুকা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে মছুকে হত্যা করে। শুক্রবার সকালে মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গলায় রশি বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান মছুর মা রাসনা বেগম বাদি হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করলে ঐদিনই জীবনকে আটক করা হয়।
Leave a Reply