বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিমপৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের শিপন মিয়া হত্যার প্রায় একমাস পার হলেও মামলার প্রধান আসামি জয়নুল হক ধন মেম্বার গ্রেফতার হয়নি।
এদিকে ধন মেম্বার সহ সকল আসামির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নেমেছেন নিহত শিপন মিয়ার বৃদ্ধ সুফিয়া বেগম। বৃহস্পতিবার বিকেল ঈশাগ্রাই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি পরিবারের সকলকে নিয়ে যোগ দেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, জয়নুল হক ধন মেম্বার ফেসবুকে নিয়মিত সক্রিয় থাকলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছেনা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আশিক মিয়া, আক্তার মিয়া, নেছাওর মিয়া, সুয়েব আহমদ, টুনু মিয়া, ছোরাব উল্যাহ, আজমল মিয়া, খাজা বক্স, আলফু মিয়া, আব্দুস সালাম, খায়ের আহমদ, কওছর মিয়া, আব্দুল হক, সৈয়দ মিয়া, শিপন মিয়ার বাবা আশিক মিয়া, মা সুফিয়া বেগম, বোন নাজমিন বেগম ও ভাই রিপন মিয়া।
Leave a Reply