সিলেটের পুলিশ সুপার মো মনিরুজ্জামান আশ্বাস দিয়েছেন, ওসমানীনগরে ইমাম হত্যা মামলার আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
ইমাম হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় সংগঠনের মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করলে তিনি এ আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা। মসজিদের ইমামগণ অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী, সকলের শ্রদ্ধার পাত্র। তাই ইমাম হত্যাকারী যেই হোক তাকে গ্রেফতারে পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে।
এ সময় তিনি ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল আওয়াল চৌধুরীকে টেলিফোনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইমাম হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতার করার নির্দেশ দেন।
প্রতিনিধি দলে ছিলেন ইমাম সমিতির জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, দক্ষিণ সুরমা সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান ও মহানগরীর ১৪নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।
Leave a Reply