ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্যে তছন মিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওয়ার্ডবাসীর পক্ষে ৭২ জনের স্বাক্ষরিত অভিযোগপত্র বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রদান করা হয়।
এতে উল্লখ করা হয়েছে, তছন মিয়া নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গ্রাম পর্যায়ে নাগরিক সুবিধা নিশ্চিতকরণ সহ সমহারে চালিয়ে যাচ্ছেন উন্নয়ন কর্মকাণ্ড। ‘করোনা’ সংকটকালে সচেতনতা বৃদ্ধিসহ নিজ উদ্যোগে নানা কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। গত ৪ বছরে তার তত্ত্বাবধানে ওয়ার্ডের রাস্তাসহ স্যানিটেশন ব্যবস্থার অকল্পনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়া সরকারি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বন্টন করে যাচ্ছেন। এসব দেখে একটি মহল প্রতিহিংসামূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এ ব্যপারে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকতা তাহমিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ থাকলে তদন্ত পূর্বক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply