ওসমানীনগর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সমর্থনে ওসমানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাদিপুর ইউনিয়নের চাতলপার এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা দলের জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভিপিজিপি অ্যাডভোকেট এ,এইচ ইরশাদুল হক, কৃষক দলের জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মো নূর আহমদ, মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো লোকমান আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন ও অ্যাডভোকেট শাহিদুর রহমান চৌধুরী।
বিএনপি নেতা রেদওয়ান আহমদের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা জাতীয়তাবাদী চেতনা ধারণ করে দল ও দেশের স্বার্থে অব্যাহত কাজ করে যাওয়ায় অ্যাডভোকেট আনোয়ার হোসেনের প্রশংসা করেন।
Leave a Reply