নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানা পুলিশ অপহৃত এক কিশোর মাদাসা ছাত্রকে উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন ও এক অপহরণকারীকে গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
এ সময় ঘটনার বিবরণ দিয়ে জানানো হয়, ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (১৬) উমরপুর টাইটেল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ৯ অক্টোবর সে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে ও আত্মীয় বাড়িতে খোঁজ নিয়ে তার কোন সন্ধান না পেয়ে খায়রুল ইসলাম ছেলের নিখোঁজের বিষয়টি ওসমানীনগর থানায় লিখিতভাবে জানান।
এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর থানা পুলিশ বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে আমিরুল ইসলামের সন্ধানে বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
তাকে উদ্ধারের লক্ষ্যে থানা পুলিশের একাধিক দল গঠন করে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলামকে কিশোরটিকে উদ্ধারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকারী দলগুলোকে তত্ত্বাবধানের মাধ্যমে সমন্বয় সাধনের জন্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দিক-নির্দেশনা দেন।
পুলিশ রহস্য উদ্ঘাটনে গিয়ে জানতে পারে, আমিরুল ইসলামকে আটক করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে। না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়।
তবে পুলিশ সদস্যরা সর্বাধিক গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে শনিবার দিনগত রাত অনুমান ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে ফুলকলি শোরুমের সামনে থেকে আমিরুল ইসলামকে উদ্ধার করেন।
তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অপহরণের পর হোটেলে আটক রেখে হাত-মুখ বেঁধে তার উপর যৌন নির্যাতন চালানো হয়।
এই তথ্যের উপর ভিত্তি করে পুলিশের একই দলের সদস্যরা অপহরণ কাজে জড়িত আসামিদের শনাক্তে মাঠে নামেন। এক পর্যায়ে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় অপকর্মে জড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো নজরুল ইসলাম ওরফে মেনু মিয়াকে (৫২) হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ হতে আটক করেন। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply