ওসমানীনগর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের ওসমানীনগর উপজেলার সাংবাদিকদের জন্য উপহার পাঠিয়েছেন।
রবিবার ওসমানীনগর প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে ঈদউপহার হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সংগঠনের সদস্যদের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেন, জেলা যুবলীগ নেতা আকদ্দুছ আলী।
এ সময় ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময়কালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিকবান্ধব সরকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি ওসমানীনগরের সাংবাদিকদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ওসমানীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর ও সাধারণ সম্পাদক শিপন আহমদসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply