ওসমানীনগরের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একইদিন মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, প্রবাসী সংবর্ধনা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি শাহ্ আমিনুর রহমান জামেল। ধারাভাষ্যকার আলী হোসেন রানার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী শাহ এমলাক আলী, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মুহাম্মদ আয়াছ তালুকদার, যুক্তরাষ্ট্র প্রবাসী হাকিমুর রহমান খান পাপলু, যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মোহাম্মদ রিপন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম হেলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর ভট্টাচার্য ও শিক্ষক আনিসুর রহমান।
এর আগে প্রভাতফেরি ও বিদ্যালয়ের শহিদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
Leave a Reply