নিজস্ব প্রতিবেদক : ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে ৪০টি সোনার বার উদ্ধার ও এক যাত্রীকে আটক করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের জাহিদ নামের এক যাত্রীর নিকট থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়, যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আটক জাহিদকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।
Leave a Reply