নিজস্ব প্রতিবেদক : সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় পৌণে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
রবিবার বিমান বন্দর কাস্টমস উড়োজাহাজে লাগেজ রাখার বাক্স থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কাস্টমক কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী থেকে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। এ সময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কসটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পান।
Leave a Reply