নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা বিভিন্ন মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ।
শনিবার সকাল পৌণে ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় স্বাক্ষ্য গ্রহণের জন্য বুধবার ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
Leave a Reply