নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মচারীদের চাকরিতে বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে মেডিকেল ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অভিযোগ করা হয়, ২০১৮ সাল থেকে ৮২ জন আউটসোর্সিং কর্মী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষতার সাথে কাজ করছেন; কিন্তু হঠাৎ করেই তারা জানতে পারেন, নতুন করে দরপত্রের মাধ্যমে লোক নিয়োগ দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এই চাকরিই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস, যা হারালে তারা অসহায় হয়ে পড়বেন।
দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনের পথ বেছে নেবেন বলেও জানান।
Leave a Reply