নিজস্ব প্রতিবেদক : নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক নুমেরী জামান সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
Leave a Reply