নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, মুজিবনগর দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অথচ এমন একটি দিনকেও পঁচাত্তর পরবর্তী দীর্ঘ সময় অন্ধকারে রাখা হয়েছিল। এ নিয়ে তখন আমরা কথা বলতে পারিনি। এখন আমাদেরকে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশে স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ. মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা। এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, মুুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ ও বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, একাত্তরের ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠন ছিল অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে মহান মুক্তিযুদ্ধ যেমনি গতি পায় তেমনি বিশ্ববাসীর সমর্থন আদায় ও আস্থা অর্জন সহজ হয়ে উঠে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসারেই সরকার গঠন ও পরিচালনাসহ সবকিছু সঠিকভাবে পরিচালিত হয়েছিল।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন ত্রিশলাখ শহীদের প্রত্যাশিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
তিনি ‘মেগা প্রকল্পে মেগা দুর্নীতি’ জাতীয় প্রচারণাকে অপপ্রচার আখ্যায়িত করে বলেন, কোন মেগা প্রকল্পেই বাংলাদেশের সরাসরি আর্থিক সংশ্লিষ্টতা নেই। তাই দুর্নীতির প্রশ্নই উঠেনা।
বাংলাদেশকে শ্রীলংকার কাতারে দাঁড় করানোর মতো মানসিকতাকে দেশের জন্যে ক্ষতিকর বলে বিভাগীয় কমিশনার মন্তব্য করেন।
সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, মুজিবনগর দিবসের মতো দিনগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে-হৃদয়ে ধারণ করতে হবে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ বলেন, প্রবাসী বাংলাদেশ সরকার কুটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায় করে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, বিএনপি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। জামায়াতে ইসলামী সহ স্বাধীনতাবিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, মুজিবনগরে গঠিত সরকার প্রধান অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেই বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথে ব্রিটিশ সরকার ও ভারত সরকারের দেওয়া রাষ্ট্রীয় মর্যাদা লাভ করেন।
Leave a Reply