মাধবপুর প্রতিনিধি : ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ৪ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোর দোতলায় বসে বাঙালি সেনা কর্মকর্তারা বঙ্গবীর এম এ জি ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের রণনীতি প্রণয়ন করেন। বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে। এর মধ্য দিয়ে জাতির মহান মুক্তিযুদ্ধ পূর্ণাঙ্গ রূপ পায়।
প্রতি বছরের মতো এবারো দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। তবে করোনার কারণে কোন অনুষ্ঠান হয়নি।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধারা তেলিয়াপাড়া দিবসকে জাতীয়ভাবে উদযাপন জানিয়ে আসছেন অনেক আগে থেকে। আর এলাকাবাসী ইতিহাসের স্বাক্ষী বাংলোটিকে জাদুঘর করে সবার জন্যে উন্মুক্ত করার দাবি তুলেছেন।
Leave a Reply