নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার, ৭ জুন ঐতিহাসিক ছয়দফা দিবস। সারা দেশে দিনটি নানা কর্মসূচিতে পালিত হবে।
১৯৬৬ সালে বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির ’মুক্তিসনদ ছয়দফা’র সমর্থনে হরতাল চলাকালে ঢাকার তেজগাঁওয়ে পুলিশের গুলিতে আদমজী পাট কল শ্রমিক সিলেটের বিয়ানীবাজারের মনু মিয়া শহীদ হন।
বিয়ানীবাজারের শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় উপজেলার নয়াগ্রাম শহীদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। এরপর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ মো আলী আহমদ ও সদস্য সচিব খালেদ জাফরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply