বিশেষ প্রতিবেদক : বাঙালির মুক্তিসনদ ছয়দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়ার জন্মস্থান সিলেটের বিয়ানীবাজারসহ সারা দেশে সরকারি উদ্যোগে ঐতিহাসিক ছয়দফা দিবস পালিত হয়েছে। পাশাপাশি অন্যান্য বছরের মতো বেসরকারি উদ্যোগেও দিনটি পালন করা হয়।
দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিয়ানীবাজারে শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদ বুধবার, ৭ জুন দুপুরে পৌরসভার নয়াগ্রামে শহীদ মনু মিয়ার স্মরণে নির্মিত স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সদস্য সচিব খালেদ জাফরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালস্টি অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, যুক্তরাষ্ট্র শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ শেখ মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, জেলা পরিষদ সদস্য খসরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাজানুল ইসলাম লায়েক, পৌর কাউন্সিলার সাইফুল ইসলাম সায়েক, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খছরু, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সদস্য আজিজুস সামাদ শামীম ও কবি ওয়ালী মাহমুদ।
বক্তারা ঐতিহাসিক ছয়দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়ার স্মৃতি রক্ষায়, ঢাকা ও বিয়ানীবাজারে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ এবং নতুন প্রজন্মকে এই বীর শহীদ সম্পর্কে জানানোর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এরপর উপজেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার পৌরসভা, শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদ এবং সিলেটের মুক্তিযুদ্ধ অনুশীলন ও মুক্তিযুদ্ধ পাঠাগার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মনু মিয়া স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়া দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
Leave a Reply