নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে আওয়ামী পরিবার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরতে গণসংযোগ শুরু করেছে।
বুধবার সকালে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই গণসংযোগ শুরু করা হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে গণসংযোগ শেষ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বদর উদ্দিন আহমদ কামরান জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমাবেশ সম্পর্কে বলেন, এই কর্মসূচির নামে নাশকতার চেষ্টা চালানো হলে সিলেটবাসীকে নিয়ে প্রতিহত করা হবে।
Leave a Reply