বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০১৪ সালের নির্বাচনে কোন মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আর ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়। তাই এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি।
তিনি আরও বলেছেন, বিএনপি সারাদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবদে সমাবেশ করছে। এই দাবি শুধু বিএনপির নয়-এটা জনগণের দাবি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দখল, লুণ্ঠন ও দুর্নীতিতে বিশ্বাসী।
বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানে। এই ইতিহাস পরিবর্তন করা যাবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছিলেন। সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে।
শনিবার বিকেলে সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এবং বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল ও নিত্যপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ১০ দফা দাবি আদায়ে তিনি আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
বেগম সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এখন ৮০ টাকায় চাল খাওয়াচ্ছে।
একদিকে জনগণ গরীব হচ্ছে আর অন্য দিকে আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে উল্লেখ করে তিনি বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
বিএনপির সিলেট মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, ড মো এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নী ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply