নিজস্ব প্রতিবেদক : বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ভুক্ত সাবেক বিচারপতি এস কে সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ে মনিপুরী সম্প্রদায়কে রাজাকার ও পাকিস্থানপন্থী বানানোর অপপ্রয়াসের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে মনিপুরী জনগোষ্ঠীর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মৌলভীবাজার মনিপুরী সমিতির সভাপতি নীলচাদ সিংহের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মানবাধিকার কর্মী শ্রীকান্ত সিংহ, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ সভাপতি শেরাম নিরঞ্জন ও সাধারণ সম্পাদক শংকর সিংহ।
কর্মসূচি শেষে বিচারপতি এস কে সিনহার মিথ্যাচার ও মনিপুরী সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার তীব্র নিন্দা করা হয়।
Leave a Reply