নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
‘স্বাধীন দেশে এলেন যখন মুক্তির মহানায়ক…’ এই স্লোগানে শুক্রবার বিকালে এসো বঙ্গবন্ধুকে জানি নামের একটি সংগঠন সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক শিশু অংশ নেয়।
আয়োজক সংগঠনের সমন্বয়ক কাসমির রেজা জানান, নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে সেই উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply