এনা, বস্টন : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স ২০১৭ তে অংশ নিয়ে জাতিসংঘ ও অন্যান্য উন্নয়ন অংশীদারের প্রতিনিধিগণ বলেছেন, এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।
নিউইয়র্ক সময় ১১ ও ১২ মে এই ডেভেলপমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক, গবেষক, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নীতি-নির্ধারক, থিংক ট্যাংক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বস্টন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-আইএসডিআই এবং হার্ভার্ড টিএইচ চান স্কুল অব পাবলিক হেলথ ও হার্ভার্ড ল স্কুলের আওতাধীন সাসটেইনিবিলিটি অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ফর নেটপজিটিভ এন্টারপ্রাইজ যৌথভাবে বাংলাদেশের সামিট গ্রুপের সহযোগিতায় এর আয়োজন করে।
হার্ভার্ড ল স্কুলের মিলসটেইন কনফারেন্স সেন্টারে দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় মূল অধিবেশন। এর প্রতিপাদ্য ছিল ‘এ্যাচিভিং এসডিজি-সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট গোল থ্রু এন্ট্রিপ্রিনিউরশিপ, কর্মাস অ্যান্ড ইনভেস্টমেন্ট।’ সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত অধিবেশনে ৭টি বিষয়ের উপর বিশেষজ্ঞগণ তাদের বক্তব্য রাখেন। বিষয়গুলো ছিল ১. এসডিজিস্ অ্যান্ড স্যোসাল প্রটেকশন অ্যান্ড লেবার স্ট্যান্ডার্ন্ড-মেজর চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ফর বাংলাদেশ ২. এন্ট্রিপ্রিনিউরিয়াল ইকোসিস্টেম অ্যান্ড মিটিগেশন রিস্ক ৩. চ্যালেঞ্জস অ্যান্ড অপরচুনিটিস ফর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ৪. ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর এসডিজিস ৫. এ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি : প্রসপেক্ট, এ্যাচিভমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস ৬. ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস ও ৭. ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর আইসিটি অ্যান্ড টেকনোলজি সাসটেইনিবিলিটি।
অধিবেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা ড মশিউর রহমান, বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে প্রধান সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান এবং ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবাসী সফল বাংলাদেশীগণ।
ড মশিউর রহমান উপস্থিত ব্যবসায়িক প্রতিনিধি সহ বিনিয়োগকারীদের এসডিজির লক্ষ্য অর্জনে সহায়তা করতে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, বিনিয়োগকে সহজ করার ক্ষেত্রে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য বাংলাদেশ সরকারের রয়েছে।
দেশের উদ্যোক্তাদের সম্পর্কে তিনি বলেন, নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েই বাংলাদেশের এন্ট্রিপ্রিনিউরগণ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Leave a Reply