নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারে তদন্ত সাপেক্ষে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের খবরে এখনই পরীক্ষা বাতিল করা হচ্ছেনা।
মঙ্গলবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোথায় এবং কিভাবে হয়েছে তা বের করার চেষ্টা চলছে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন কয়েকজনকে। প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষায় কি ধরনের এবং কতটুকু প্রভাব পড়েছে তার আলোকেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, কিছু শিক্ষকও প্রশ্নপত্র ফাঁসের মতো অপকর্মে জড়িয়ে পড়েছেন।
তিনি জানান, যারা প্রশ্নপত্র ফাঁস করছে এবং যেসব অভিভাবক টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনে সন্তানদের দিচ্ছেন তাদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply