নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৫ম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শনিবার শুরু হচ্ছে।
রবিবার দুপুরে এসএমসিসিআই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঐদিন বিকেল ৩টায় মহানগরীর পূর্ব শাহী ঈদগা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। এতে দেশী-বিদেশী মিলিয়ে অংশ নেবে ২৩০ থেকে ২৫০টি প্রতিষ্ঠান। সার্বিক নিরাপত্তায় সরকারি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি থাকবে আয়োজকদের নিজস্ব পোশাকদারী নিরাপত্তাকর্মী। এছাড়া পুরো বাণিজ্যমেলা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে পুনর্বাসনে সহায়তা ও কর্মমুখী করতে এবারো বাণিজ্য মেলায় ফ্রি স্টল দেয়া হচ্ছে। শিশুদের জন্যে থাকছে শিশুপার্ক। এছাড়া প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রতিবন্ধীদের প্রবেশ ও বিনোদনে কোন ফি লাগবেনা। তবে এ জন্যে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশদ্বার বা এসএমসিসিআই কার্যালয় থেকে আগে পাসকার্ড সংগ্রহ করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক বাণিজ্যমেলার আহ্বায়ক ও এসএমসিসিআইর প্রথম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল। এছাড়া সংগঠনের সভাপতি হাসিন আহমদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Leave a Reply