সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসএমসিসিআই আয়োজিত গোলটেবিল বৈঠকে সিলেট বিভাগের অর্থনৈতিক উন্নয়নে ২২টি সুপারিশ উঠে এসেছে।
সোমবার দুপুরে মহানগরীর জেল রোডে আনন্দ টাওয়ারে এসএমসিসিআই মিলনায়তনে ‘সিলেট বিভাগের অর্থনৈতিক উন্নয়ন রোডম্যাপ : সম্ভাবনা ও চাহিদা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রথম সহ সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেলের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড মোছাদ্দেক আহমদ চৌধুরী।
গোলটেবিল বৈঠকে মতামত ব্যক্ত করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা মোর্শেদ আহমদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সচেতন নাগরিক কমিটির সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আল আজাদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল ও সময় টিভির বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির।
Leave a Reply