নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও জার্নি মেকার জবসের সহযোগিতায় ই কমার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শেষে সন্ধ্যায় এসএমসিসিআই মিলনায়তনে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান।
এসএমসিসিআই সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুর জব্বার জলিল ও হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিচালক মোয়াম্মির হোসেন চৌধুরী, আলীমুছ ছাদাত চৌধুরী, ইলিয়াছুর রহমান ও খায়রুল হোসেন। পরিচালনায় ছিলেন, সচিব জাহাঙ্গীর হোসেন।
Leave a Reply