সিলেট মহানগর পুলিশ-এসএমপির গোয়েন্দা শাখা-ডিবির অভিযানে ১৭ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চিনি আটক হয়েছে।
উপ পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় বুধবার, ৩ জুলাই (১৯ আষাঢ়) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা শাখার টিম-০১ টহল ডিউটি ও বিশেষ অভিযানকালে বিমানবন্দর থানার কাকুয়ারপাড় এলাকায় উত্তরকাছ ইউনিয়ন ভূমি অফিসের বিপরীত পাশে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে দুই ব্যক্তিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, মাহমুদুর রহমান সাকিল (২৩, পিতা মো আবুল হোসেন, নৈখাই কোনারচর, মোগলাবাজার, সিলেট, বর্তমান ঠিকানা হাজী মখদ্দস ম্যানসন নিচতলা, বাসা নং ১১, খালোমুখ বাজার, মোগলাবাজার, সিলেট) ও জাহাঙ্গীর আলম (২৭, পিতা মো আব্দুল আওয়াল, জলকরকান্দি, প্যারাইরচক, মোগলাবাজার, সিলেট)। এ সময় তাদের হেফাজত থেকে ২৯৫ বস্তা ভারতীয় চিনি ও তা বহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply