সিলেট মহানগর পুলিশ-এসএমপির উদ্যোগে ফৌজদারি অপরাধে রুজু করা মামলার তদন্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য তদন্ত সহায়ক কোর্স বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় সময় এসএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মো জাবেদুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক ও উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) শামীম মোর্শেদ। এছাড়া মহানগর পুলিশের সকল থানা ও ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুনিশ্চিত করা সম্ভব। এজন্য দরকার দৃঢ় মনোবল ও সঠিক নির্দেশনা। এ ক্ষেত্রে এই তদন্ত সহায়ক কোর্স বিশেষ ভূমিকা রাখবে।
উপ পুলিশ কমিশনারগণও তাদের নিজ নিজ তদন্ত সহায়ক পরামর্শ তুলে ধরেন।
Leave a Reply