সিলেট মহানগর পুলিশ-এসএমপির কোতয়ালি থানা পুলিশের অভিযানে ৩টি ছোরাসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।
৪ মার্চ সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহানগরীর লালবাজার এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ ছোরা সহ সুমন মিয়া (২৪, পিতা কুটি মিয়া, চৌধুরীগাঁও বরইকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট), হৃদয় (১৯, পিতা মিন্টু মিয়া, ছড়ারপার, সিলেট), বাবুল মিয়া (২০, পিতা আতিকুর রহমান, তিরাশিগাঁও, মোগলাবাজার, সিলেট), রিয়াজুল হক (২০, পিতা হাবিবুর রহমান, ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ), নাঈম (১৮, পিতা মোনাক মিয়া, জৈন্তা পানিছড়া, জৈন্তাপুর, সিলেট) ও পারভেজ আহমেদকে (২৩, পিতা কুটি মিয়া, বরইকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট) গ্রেফতার করে।
Leave a Reply