সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এ্যালামনাইদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায় প্রশাসন বিভাগ প্রদত্ত বিবিএ ও এমবিএ ডিগ্রির মান আর্ন্তজাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এ্যালামনাইদের নিকট থেকে ডাটা সংগ্রহের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর জিন্দাবাজারে ইষ্টিকুটুম রেস্টুরেন্টের হল রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের ১ম ব্যাচ থেকে শুরু করে ২৩তম ব্যাচের প্রতিটি ব্যাচ থেকেই এ্যালামনাইরা এতে অংশ নেন।
সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুক ডাটা সংগ্রহের উদ্বোধন করেন। ডাটা সংগ্রহ পর্ব শেষে এ্যালামনাইদের পক্ষ থেকে অনেক প্রাক্তন শিক্ষার্থী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিভাগীয় এসএ কমিটির প্রধান সহকারী অধ্যাপক রেজাউল কবিরের সভাপতিত্বে এবং সদস্য নাইমা মাসউদ নিলা ও এসএম সাইফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো মনির উদ্দিন। বিশেষ অতিথি ছিলন প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো।
Leave a Reply