সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নিজস্ব সম্মেলন কক্ষে বিভাগীয় প্রধান খালেদ হোসাইনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ঋষি কেশ ঘোষ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আলো ও অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য।
আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় সর্বমোট ৪৭টি গ্রুপ অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণকারী ২৬টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় মো জিয়াউল হক, মো তাইজুল ইসলাম ও মো সাব্বির হোসাইনের রিটার্ন-৩ গ্রুপ এবং রানারআপ হয় মো মিসবাউল চৌধুরী, রূপা বেদনাথ ও সুস্ময় দাসের ফ্যাটাল এ্যারর (আরএমএস) গ্রুপ।
হেকাথনে অংশগ্রহণকারী ১৩টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় ফ্যাটাল এ্যারর (আরএমএস) গ্রুপ এবং রানার-আপ হয় মো ইস্তিয়াকুর রহমান, মো সাজ্জাদুর রহমান ও রাইহান আহমদের ব্লু হুয়েল গ্রুপ।
প্রোজেক্ট শোকেসে অংশগ্রহণকারী ৮টি গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয় গোলাম শাহারিয়ার, অনিক তালুকদার ও গোলক আচার্যের কোড ফাইটার্স গ্রুপ।
Leave a Reply