পুরাতনকে ভুলে নতুন উদ্দীপনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে।
বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাগবাড়িতে পালিত হয় নানা কর্মসূচি। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন, উপাচার্য প্রফেসর ড মো শহীদ উল্লাহ তালুকদার।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড মিজানুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এক্রামুল ফারুক, অর্থ পরিচালক শংকর কুমার সিনহা, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্নারের পরিচালক মো মোস্তাফা কামাল, প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম এ জি আসিফ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply