হবিগঞ্জ প্রতিনিধি : এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকালে বানিয়াচঙ্গ উপজেলার আদর্শ বাজার সংলগ্ন মাঠে সৈদ্যাটুলা ১২ মহল্লা পঞ্চায়েত কমিটি উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধান অতিথি সাংসদ আব্দুল মজিদ খান ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, বিশিষ্ট মুুরুব্বি এস এম আলী আক্কাছ, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, জালাল উদ্দিন খান বাবুল, প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, মাওলানা আতাউর রহমান ও মোত্তাক্কিন বিশ্বাস। সভাপতিত্ব করেন, ছান্দ সরদার এনামুল হোসেন খান বাহার। সঞ্চালনায় ছিলেন, মাতাপুর মহল্লার সরদার এস এম হাফিজুর রহমান।
Leave a Reply