সিলেট ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ সমর্থন ভালবাসা দিয়ে বার বার আমাকে নির্বাচিত করেছেন, আমাকে এমপি-মন্ত্রী হিসেবে তৈরি করেছেন। আপনাদের কাছে আমি আজীবন ঋণী। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের সমর্থন আর ভালবাসা নিয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।’
শনিবার, ৩০ ডিসেম্বর (১৫ পৌষ) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আছিরগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক জামিল আহমদ কেরলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগ সভাপতি তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম বাবলু, রুমেল সিরাজ, ইউপি মেম্বার ফায়দুল ইসলাম ও বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশতাক আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply