বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বন্যা নিয়ন্ত্রণে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে নতুন প্রকল্প তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, সাধারণ মানুষ যাতে উন্নয়নের সুফল পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
শনিবার, ৭ সেপ্টেম্বর (২৩ ভাদ্র) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের বিষয়টি সুরাহা করার চেষ্টা করবে, যাতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। সবাই যেন তাদের অবদান স্মরণীয় করে রাখে।
পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply