জাতিসংঘের বাংলাদেশ সরকার ও বিদেশী উন্নয়ন সহযোগীদের মধ্যে দেশের উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত পারস্পরিক সংলাপ ও যোগাযোগের একমাত্র সমন্বয়কারী প্ল্যাটফরম এলসিজির পরামর্শক হিসেবে সিলেটের অধিবাসী এম এ আসিফ খান নিয়োগ লাভ করেছেন।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জাতিসংঘের যৌথ কো-চেয়ারে গুরুত্বপূর্ণ এই প্লাটফর্মটি পরিচালিত হয়।
আসিফ খান ইতিপূর্বে দুবছর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনে এলসিজি পরামর্শক বা কনসাল্টেন্ট হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এখন তিনি জাতিসংঘের অধীনে থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে এলসিজির কার্যক্রমে সহায়তা প্রদান করবেন।
আসিফ খান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরামর্শকের কাজের পাশাপাশি তিনি আবাসন ও অন্যান্য ব্যবসার সঙ্গেও জড়িত। এছাড়া তিনি ইউরোপিয়ান ইউনিয়নের এক্সটার্নাল সিভিল সোসাইটি ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মানবাধিকার, নারী অধিকার, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, মাইগ্র্যান্টস ও অন্যান্য সাম্প্রতিক বিষয়ে কাজ করে চলেছেন।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয় জোরালোভাবে তুলে ধরেন। এ বিষয়ে তার লেখা কলাম ফ্রান্সের দুটি পত্রিকায় প্রকাশিত হয়। ২০১৯ সালে তিনি ফ্রান্সে ইউনেস্কোতেও বক্তব্য রাখেন।
তিনি শিল্প, সাহিত্য এবং সংগীতেরও বিশেষ অনুরাগী।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply