নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে এলপিজি প্লান্ট থেকে সরাসরি গ্রাহকদের নিকট গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ চৌমোহনীতে গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দুই মাস ধরে একটি মহলের স্বার্থে এলপিজি প্লান্ট থেকে সরাসরি গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সরকারও বড় অংকের রাজস্ব হারাচ্ছে।
তারা বলেন, অবিলম্বে আগের মতো সরাসরি গ্রাহকদের নিকট গ্যাস সিলিন্ডার বিক্রি কার্যক্রম চালু করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও ব্যবসায়ী জাকারিয়া আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, জাতীয় পার্টি নেতা জমির উদ্দিন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমদ চৌধুরী।
Leave a Reply