জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নেই; কিন্তু তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আছে এবং মানুষের কল্যাণে কাজ করছে।
তিনি আরো বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটকে তার দ্বিতীয় বাড়ি বলতেন। সিলেট ও সিলেটের মানুষের প্রতি তার গভীর টান ছিল।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় যুব সংহতির সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
যুব সংহতির জেলা সভাপতি আলতাফুর রহমান আলতাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন। বিশেষ অতিথি ছিলেন, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা। আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী ও এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা সদস্য সচিব উছমান আলী, যুব সংহতির কেন্দ্রীয় সহ সভাপতি আহাদ উদ্দিন চৌধুরী শাহীন, জালালাবাদ প্রাদেশিক বিষয়ক কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিবলী ফায়েদ ও হবিগঞ্জ যুব সংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহাগ।
Leave a Reply