জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাপা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় দলের বিশ্বনাথ উপজেলা আহবায়ক এস এম আরশ আলী বাবলুর সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক মো আবদুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্মআহবায়ক এস এ রব, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্মআহবায়ক, বিশ্বনাথ উপজেলা আহবায়ক এস এম শামীম আহমেদ, উপজেলা সদস্য সচিব মো মীর খোকন, যুগ্মআহবায়ক স্বপন আহমদ, রাজন আহমদ, পৌর আহবায়ক আহমেদ মনির খান, সদস্য সচিব বিজন দেব, মানিক মিয়া, সদর ইউনিয়ন আহবায়ক আব্দুল্লাহ্ মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন আহবায়ক আশিক আলী, সদস্য সচিব বোরহান উদ্দিন ও দশঘর ইউনিয়ন আহবায়ক নেপুর মিয়া।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply