নিজস্ব প্রতিবেদক : আগুন দিয়ে সিলেটের এম সি কলেজ ছাত্রাবাস পোড়ানোর মামলায় ১০ আসামির জামিন মঞ্জুর হয়েছে।
সোমবার সকালে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো আসামিদের জামিন মঞ্জুর করেন।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ঐ ১০ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের জের ধরে এম সি কলেজ ছাত্রাবাসের ৩টি ব্লকের ৪২টি কক্ষ পুড়িয়ে দেয়া হয়। এরপর, কয়েক দফা তদন্ত শেষে গত বছরের নভেম্বরে ২৯ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সরকার পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান জানান, ৪ ডিসেম্বর হাইকোর্ট এই আসামিদের ৬ সপ্তাহের জামিন দেন।
Leave a Reply