নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠার প্রায় ১৩২ বছর বাংলাদেশের ঐতিহ্য ভাণ্ডারের অন্যতম স্মারক সিলেটের মুরারিচাঁদ (এম সি) কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাতা রাজা গিরিশ চন্দ্র রায়ের প্রতিকৃতি (ম্যুরাল) স্থাপন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে শনিবার, ১৮ নভেম্বর বিকেলে। আগামী কিছুদিনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে এ শিক্ষাপ্রতিষ্ঠানটিকে অস্তিত্ব সংকট থেকে উত্তরণে অগ্রগণ্য তৎকালীন আসাম সরকারের শিক্ষামন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়ার প্রতিকৃতিও উন্মোচন করা হবে।
প্রতিকৃতিটি নির্মিত হয়েছে প্রাক্তন মুরারিয়ান অর্থাৎ এম সি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে। উন্মোচন করেন বর্তমান অধ্যক্ষ প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর আবুল আনাম মো রিয়াজ। এ সময় প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেও। পরে রাজা গিরিশ চন্দ্র রায়ের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচির সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। প্রতিকৃতি উন্মোচনের পর শুরু হয় আলোচনা পর্ব। এতে স্বাগত বক্তব্য রাখেন, উদ্যোক্তা ম্যুরাল নির্মাণ কমিটির সদস্য এম সি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়। উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ ও স্মৃতিচারণ করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো রিয়াজ, সাবেক অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সাবেক অধ্যাপক পরিমল দেব, সাবেক অধ্যাপক তপন কান্তি ধর, বর্তমান উপাধ্যক্ষ সাইফ উদ্দিন আহম্মদ, সাবেক শিক্ষার্থী বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম ফজলুর রহমান, বিটিভি প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, সাংবাদিক শাহেদ আহমদ, আক্কাছ খান এবং বর্তমান শিক্ষার্থী ছাত্রলীগ সংগঠক হোসাইন আহমদ ও আশরাফুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন ম্যুরাল নির্মাণ কমিটির সমন্বয়ক প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ। সঞ্চালনায় ছিলেন নাজমা পারভীন।
অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো রিয়াজ জানান, খুব শিগগির খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়ার প্রতিকৃতির চলমান নির্মাণকাজ সম্পন্ন করে উন্মাচন করা হবে।
এর আগে ম্যুরাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা অকাল প্রয়াত নাট্য সংগঠক মিশফাক আহমদ চৌধুরী মিশুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিলেটের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন।
রাজা গিরিশ চন্দ্র রায়ের প্রতিকৃতি উন্নোচন উপলক্ষে ‘সবুজ পরান’ নামে একটি স্মারক সংকলনও প্রকাশ করা হয়েছে।
Leave a Reply