সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে রবিবার রাতে হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম এ হক ছিলেন দলের পরীক্ষিত নেতা। তিনি জীবদ্দশায় দলকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেটে বিএনপিকে সংগঠিত করতে এম এ হকের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, অন্যতম নেতা মামুনুর রশীদ মামুন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, এ কে এম তারেক কালাম, নুরে আলম সিদ্দিকী খালেদ, আবুল কাসেম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply