সাবেক যোগাযোগ মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের ৩৬ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার সিলেটে পালিত হয়েছে।
এ উপলক্ষে এম এ খান ফাউন্ডেশনের সভাপতি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে বাদ আছর হযরত শাহজালাল (র) মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের আত্মার মাগফিরাত ও তার পরিবারের সকলের সুস্থতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমান এবং এম এ খানের মেয়ে শাহিনা খান বিন্দু ও ডা জুবায়দা রহমানের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মাহবুব আলী খানের স্মৃতিচারণ করতে গিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান কর্মগুণে ও চারিত্রিক মাধুর্যে দেশের রাজনীতিতে নক্ষত্রের মতোই বিরাজ করছিলেন। তার অস্তিত্ব জুড়ে ছিল যেমন অখণ্ড কর্মপ্রেরণা, তেমনি তিনি ছিলেন সততা ও দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত। জীবনের সর্বস্তরে তিনি তার এই চেতনারই বাস্তবায়ন করে গেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। আর এই কর্মগুণেই তিনি দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজও রয়েছেন।
তিনি এই মহান পুরুষের স্মৃতি ধরে রাখতে সিলেটে স্থাপনা নির্মাণের আশ্বাস দেন।
দোয়া মহফিলে এম এ খান ফাউন্ডেশনের সচিব ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও বক্তব্য রাখেন।
Leave a Reply