বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘এম ইলিয়াস আলীর ১২ তম গুম দিবসে নিখোঁজ নেতাকে ফিরে পেতে’ সিলেট জেলা বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার, ১৭ এপ্রিল দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও বাদ আসর হজরত শাহজালাল (র) দরগা প্রাঙ্গণে দোয়া মাহফিল।
একই সঙ্গে জেলা বিএনপি সকল উপজেলা ও পৌরসভায় অনুরূপ কর্মসূচি পালন কারার জন্য সংশ্লিষ্ট সকল কমিটিকে অনুরোধ জানিয়েছে।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply