এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের মুরারিচাঁদ কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ৭টায় কলেজ শহিদমিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন, অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। পরে শ্রদ্ধা নিবেদন করেন, থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, এমসি কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ৮টায় কলেজ মিলনায়তনরে সামনে পরিবেশন করা জাতীয় সংগীত। পরে ছিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক তোতিয়ুর রহমান, বাংলা ভিবাগের প্রধান অধ্যাপক আল-ইদ্রিস। পরিচালনায় ছিলেন, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে থিয়েটার মুরারিচাঁদ, এমসি রোভার স্কাউট, বিএনসিসি, মুরারিচাঁদ কবিতা পরিষদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান পরিবেশন এবং নাটক মঞ্চস্থ করেন।
এমসি কলেজ ছাত্রলীগও মহান স্বাধীনতা দিবস নানা কর্মসূচিতে উদযাপন করেছে।
দুপুরে এনেক্স ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রনজিৎ সরকার।
Leave a Reply